পরাজিত শক্তি আর কখনো মাথাচাড়া দিয়ে যেন উঠতে না পারে : লালন
নবনির্বাচিত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশ (IEB) এর HAGS, Honorary Assistant General Secretary (Human Resources And Development) প্রকৌশলী নুর আমিন লালন বলেছেন, সকল বৈষম্য দূর করে সবাইকে সাথে নিয়ে পথ চলতে চান। সেই সাথে দেশের সকল সচেতন জনগণকে সজাগ থাকতে বলেন।
জুলাই আগস্ট এর গণহত্যার বিনিময়ে যে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে, সেটা যেন সেই খুনি হাসিনার দোসরা আবার ভূলণ্ঠিত করতে না পারে। এজন্য তিনি সবাইকে দৃষ্টি রাখার জন্যও অনুরোধ জানান, পরাজিত শক্তিরা আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
প্রকৌশলী নুর আমিন লালন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি ঘাট, আলোকদিয়ার গ্রামের জন্ম গ্রহণ করেন প্রকৌশলী নুর আমিন লালন। তার ছাত্রজীবন শুরু হয় মিল্কভিটা প্রিপারেটরি স্কুলের মাধ্যমে। তিনি পঞ্চম শ্রেণি এবং অষ্টম শ্রেণিতে স্কলারশিপ পান। পাবনা জেলা স্কুল থেকে হাই স্কুল জীবন শেষে ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হন। সেখান থেকেই তার মূলত রাজনৈতিক জীবন আনুষ্ঠানিকভাবে হাতেখড়ি।
তিনি দীর্ঘকাল স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে সার্বক্ষণিক রাজপথ থেকে শুরু করে সব জায়গাতেই তার স্বরূপ উপস্থিতি ছিল। তিনি তার সুন্দর জীবন বিসর্জন দিয়ে দেশের মানুষের কল্যাণের জন্য নিজেকে রাজনীতিতে নিয়োজিত করে নানান দমন-পীড়ন, জেল, জুলুমের শিকার হন। তারপরও তিনি কখনো পিছপা হন নাই। তিনি জিয়া পরিবারের প্রতি আস্থা এবং দেশের মানুষের ভোটাধিকার ফেরত আনার জন্য সব সময় রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এখন (IEB) কে সাধারণ ইঞ্জিনিয়ার সহ সকল ইঞ্জিনিয়ারদের জন্য আস্থার জায়গা, সম্মানের জায়গা এবং অধিকারের আদায়ের জায়গা হিসেবে গড়ে তুলতে চান তিনি।
বাখ//আর