১০:০৮ অপরাহ্ন, রোববার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচবিবিতে জমজমাট পুরাতন বাইসাইকেলের হাট

মোঃ জিহাদ মন্ডল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে জমজমাট পুরাতন বাইসাইকেলের হাট। সপ্তাহে প্রতি মঙ্গলবার পাঁচবিবি বাজারের কালাই হাটিতে বসে এ বাইসাইকেলের হাট। দুপুরে পর থেকে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরাতন বাইসাইকেলের বেচা-কেনা।

সাধ্যের মধ্যে পছন্দমত পুরাতন বাইসাইকেল ক্রয় বিক্রয় করতে পেরে খুশিও ক্রেতা বিক্রেতারাও। চলে সন্ধ্যা পর্যন্ত। ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে পুরনো এ বাইসাইকেলের হাটে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

কথা হয় সীমান্তবর্তী ধরন্জী গ্রাম থেকে বাইসাইকেল বিক্রি করতে আসা মকলেছুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘আমি একজন সবজি ব্যবসায়ী। প্রতিদিন পাঁচবিবি বাজারে বাইসাইকেল করে সবজি বিক্রয় করতে আসি। কিছুদিন আগে এ হাট থেকে ৬ হাজার টাকা দিয়ে এই পুরাতন বাইসাইকেলটি কিনি। কিন্তু বর্তমানে ব্যবসার অবস্থা ভালো না হওয়াই পুঁজি সংকটে পড়ি। তাই এই বাইসাইকেলটি বিক্রি করে অল্প দামে একটি পুরনো আর একটি বাইসাইকেল কিনবো। আর যে টাকা বাঁচবে তা দিয়ে আবারও ব্যবসা শুরু করবো।

কড়িয়া গ্রামের স্কুল পড়ুয়া ছাত্র মোঃ মেহেদি বলেন, বাবার পুরানো সাইকেল নিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতাম। কিন্তু এ সাইকেলের একটুতেই চেইন পড়ে যায়। তাতে ময়লায় জামা কাপড় নষ্ট হয়। আর সবচেয়ে বড় কথা সহপাঠীরা সবাই নতুন সাইকেল কিনেছে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গেলে এই পুরনো বাইসাইকেল শোভা পায় না। তাই মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে এসেছি। ভাল একটা বাইসাইকেল কেনার জন্য।

পুরাতন বাইসাইকেল ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, প্রায় দুই যুগ ধরে এই ব্যবসার সাথে জড়িত আছি। পুরাতন বাইসাইকেল কিনে কিছু মেরামত আর জং ঘষামাজা করে আবার পরের হাটে বিক্রি করি। তাতে কিছু লাভ হয় এই দিয়ে সংসার চালায়।

ক্রেতা বিক্রেতাা আরো জানায়, হাটে প্রতি বাইসাইকেল বিক্রেতাদের কাছ থেকে ১০০ টাকা এবং ক্রেতাদের কাছ থেকে ১৫০ টাকা করে টোল নেওয়া হয়।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৯:৫২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
৪৩ জন দেখেছেন

পাঁচবিবিতে জমজমাট পুরাতন বাইসাইকেলের হাট

আপডেট : ০৯:৫২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

জয়পুরহাটের পাঁচবিবিতে জমজমাট পুরাতন বাইসাইকেলের হাট। সপ্তাহে প্রতি মঙ্গলবার পাঁচবিবি বাজারের কালাই হাটিতে বসে এ বাইসাইকেলের হাট। দুপুরে পর থেকে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরাতন বাইসাইকেলের বেচা-কেনা।

সাধ্যের মধ্যে পছন্দমত পুরাতন বাইসাইকেল ক্রয় বিক্রয় করতে পেরে খুশিও ক্রেতা বিক্রেতারাও। চলে সন্ধ্যা পর্যন্ত। ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে পুরনো এ বাইসাইকেলের হাটে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

কথা হয় সীমান্তবর্তী ধরন্জী গ্রাম থেকে বাইসাইকেল বিক্রি করতে আসা মকলেছুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘আমি একজন সবজি ব্যবসায়ী। প্রতিদিন পাঁচবিবি বাজারে বাইসাইকেল করে সবজি বিক্রয় করতে আসি। কিছুদিন আগে এ হাট থেকে ৬ হাজার টাকা দিয়ে এই পুরাতন বাইসাইকেলটি কিনি। কিন্তু বর্তমানে ব্যবসার অবস্থা ভালো না হওয়াই পুঁজি সংকটে পড়ি। তাই এই বাইসাইকেলটি বিক্রি করে অল্প দামে একটি পুরনো আর একটি বাইসাইকেল কিনবো। আর যে টাকা বাঁচবে তা দিয়ে আবারও ব্যবসা শুরু করবো।

কড়িয়া গ্রামের স্কুল পড়ুয়া ছাত্র মোঃ মেহেদি বলেন, বাবার পুরানো সাইকেল নিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতাম। কিন্তু এ সাইকেলের একটুতেই চেইন পড়ে যায়। তাতে ময়লায় জামা কাপড় নষ্ট হয়। আর সবচেয়ে বড় কথা সহপাঠীরা সবাই নতুন সাইকেল কিনেছে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গেলে এই পুরনো বাইসাইকেল শোভা পায় না। তাই মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে এসেছি। ভাল একটা বাইসাইকেল কেনার জন্য।

পুরাতন বাইসাইকেল ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, প্রায় দুই যুগ ধরে এই ব্যবসার সাথে জড়িত আছি। পুরাতন বাইসাইকেল কিনে কিছু মেরামত আর জং ঘষামাজা করে আবার পরের হাটে বিক্রি করি। তাতে কিছু লাভ হয় এই দিয়ে সংসার চালায়।

ক্রেতা বিক্রেতাা আরো জানায়, হাটে প্রতি বাইসাইকেল বিক্রেতাদের কাছ থেকে ১০০ টাকা এবং ক্রেতাদের কাছ থেকে ১৫০ টাকা করে টোল নেওয়া হয়।

বাখ//এস