মিরসরাইয়ে বিএনপির আনন্দ মিছিল
সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল বের করেছে মীরসরাই পৌর বিএনপি। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে ৫টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ আনন্দ মিছিল বের করে তারা। এ সময় তারা ইঞ্জিনিয়ার মোশাররফের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করে।
মীরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মহি উদ্দিনের নেতেৃত্ব উক্ত আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোশাররফ হোসেন, ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শামসুল আলম লাতু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম সাধারণ সম্পাদক নুরুল করিম ভাসানি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল, উত্তরজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক তারিকুল ইসলাম সহ বিএনপির, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আনন্দ মিছিলে শেষে পথসভায় বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আমরা মীরসরাইয়ে কোনো মিটিং-মিছিল করতে পারিনি। মীরসরাইয়ে আমাদের অসংখ্য নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে। আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আটক হওয়ায় আমাদের জন্য খুশির দিন। আমরা ইঞ্জিনিয়ার মোশাররফের সর্বোচ্চ বিচার ও ফাঁসি দাবি করেন।
বাখ//আর