০৮:৪৩ অপরাহ্ন, রোববার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাউজানে নিখোঁজের চারদিন পর আবর্জনা ফেলার ডোবা থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে নিখোঁজের চারদিন পর মুহাম্মদ আজম খান (৫২) নামের ব্যক্তির গলিত লাশ উদ্ধার হয়েছে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি আবর্জনা ফেলার ডোবা থেকে। আজ ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম এলাকা থেকে পুলিশ অর্ধ গলিত লাশটি উদ্ধার করেন।

এরপর লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তি স্থানীয় জিয়া বাজার এালাকার নুর বক্সের ছেলে। পরিবারের সদস্যরা জানায়, নিহত আজম খান প্রায় ১৫ বছর সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে আসেন। তিনি বাড়িতে একটি নতুন দোতলা ভবন নির্মাণ করছিলেন। যাঁর কাজ এখনো শেষ হয়নি।

এরমধ্যে গত শুক্রবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলে আর ফিরে আসেননি আজম। পরিবারের সদস্যরা নানা জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধ্যান পাননি। পরে থানায় নিখোঁজ ডায়েরী করেন। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানাগেছে, আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে বাড়ি থেকে আধাকিলোমিটার দূরের একটি আবজর্না ফেলার ডোবার একপাশে তাঁর গলিত লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন। যেটিতে এক ঝাঁক কাক বসে ছিলো। পরে পুলিশকে খবর দেয়া হলে তাঁরা এসে লাশ উদ্ধার করেন।

নিহত আজম খানের স্ত্রী লাকি আকতার ইনকিলাবকে বলেন,গত শনিবার তাঁর মুঠোফোনে কল করে এক ব্যক্তি তাঁর স্বামী ফেনি হাসপাতালে ভর্তি আছে বলে জানান এবং সেখানে যেতে বলেন৷ পরে ওই ফোন নম্বর বন্ধ পাওয়া যায়৷ এরপর তাঁরা আর সেখানে যাননি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন ওই ব্যক্তির লাশটি অর্ধ গলিত। যাঁর কারণে আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১১:৫১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
৩০ জন দেখেছেন

রাউজানে নিখোঁজের চারদিন পর আবর্জনা ফেলার ডোবা থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার

আপডেট : ১১:৫১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের রাউজানে নিখোঁজের চারদিন পর মুহাম্মদ আজম খান (৫২) নামের ব্যক্তির গলিত লাশ উদ্ধার হয়েছে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি আবর্জনা ফেলার ডোবা থেকে। আজ ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম এলাকা থেকে পুলিশ অর্ধ গলিত লাশটি উদ্ধার করেন।

এরপর লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তি স্থানীয় জিয়া বাজার এালাকার নুর বক্সের ছেলে। পরিবারের সদস্যরা জানায়, নিহত আজম খান প্রায় ১৫ বছর সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে আসেন। তিনি বাড়িতে একটি নতুন দোতলা ভবন নির্মাণ করছিলেন। যাঁর কাজ এখনো শেষ হয়নি।

এরমধ্যে গত শুক্রবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলে আর ফিরে আসেননি আজম। পরিবারের সদস্যরা নানা জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধ্যান পাননি। পরে থানায় নিখোঁজ ডায়েরী করেন। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানাগেছে, আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে বাড়ি থেকে আধাকিলোমিটার দূরের একটি আবজর্না ফেলার ডোবার একপাশে তাঁর গলিত লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন। যেটিতে এক ঝাঁক কাক বসে ছিলো। পরে পুলিশকে খবর দেয়া হলে তাঁরা এসে লাশ উদ্ধার করেন।

নিহত আজম খানের স্ত্রী লাকি আকতার ইনকিলাবকে বলেন,গত শনিবার তাঁর মুঠোফোনে কল করে এক ব্যক্তি তাঁর স্বামী ফেনি হাসপাতালে ভর্তি আছে বলে জানান এবং সেখানে যেতে বলেন৷ পরে ওই ফোন নম্বর বন্ধ পাওয়া যায়৷ এরপর তাঁরা আর সেখানে যাননি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন ওই ব্যক্তির লাশটি অর্ধ গলিত। যাঁর কারণে আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাখ//এস