রাউজানে বাসের ধাক্কায় টেকনিক্যাল কলেজ শিক্ষার্থীর মৃত্যু, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ২৪ ঘন্টার আল্টিমেটাম
রাউজানে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় প্রাণ গেল রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোঃ সাব্বির উদ্দিন (১৭) এর। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে এই ঘটনাটি ঘটে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের গহিরা বড়পোল এলাকায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে।
স্থানীয় লোকজন ও কলেজের কর্মচারীরা আহত সাব্বিরকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তি গহিরা জেকে হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চমেকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।নিহত সাব্বির উপজেলার ৭ নং রাউজান ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জারুলতলা গ্রামের তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ির নাছিম উদ্দিন সওদাগরের ছেলে এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
এই সড়ক দৃর্ঘটনার পর কলেজের শিক্ষার্থীরা প্রায় দুই ঘন্টা চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে চলাচলরত বাস গুলো আটকে রাখে।টনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমাদের একজন সহপাঠী দূর্ঘটনায় মারা গেছে।সড়ক পার হতে গেলে একটি ঘাতক বাস চালক তাকে মেরে দেয় ৷ মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়।
আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি ঘাতক বাস চালাককে গ্রেপ্তার করা না হয় আমরা আন্দোলনে যাবো। রাউজান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সিরাজুল ইসলাম বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করি।সেসময় বাসের চালক পালিয়ে যায়। আমরা চালককে গ্রেপ্তারের চেষ্টা করছি। বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে শিক্ষার্থীদের সাথে সমাঝোতা করা হয়েছে এবং শিক্ষার্থীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের দাবী দিয়ে সড়কের অবরোধ তুলে নেয়।
বাখ//এস