কাজীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গত সোমবার (২৮ অক্টোবর) বিকেল তিনটায় রাজধানীর ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
আবুল কালাম আজাদ কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আজিজুর রহমানের পুত্র ও উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ভাঙারছ্যাও গ্ৰামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বাদ যোহর উপজেলার মাইজবাড়ী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আবুল কালাম আজাদের মৃত্যুতে কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ শাহীনূর আলম সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও শোক জানিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার এবং কাজীপুর থানার তদন্ত কর্মকর্তা লাল মিয়া।
বাখ//এস