তাড়াশে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াশ উপজেলার শাখার আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ওই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌর সভার যুব দলের সকাল নেতা- কর্মী ও অঙ্গ সংগঠনের নেতা- কর্মীরা ওই র্যালিতে অংশ গ্রহণ করেন। বর্ণাঢ্য র্যালি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
তাড়াশ কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে উপজেলার সকল ইউনিয়ন থেকে আসা যুব দলের নেতা- কর্মীরা দুপুর থেকে জড়ো হতে শুরু করেন। পরে বিকেল ৪ ঘটিকার সময় বিভিন্ন ফেস্টুন, ব্যানার,জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে ওই বর্ণাঢ্য র্যালি বের হয়। এ সময় নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগানে স্লোগানে মূখরিত হয়ে ওঠে র্যালি।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াশ উপজেলার শাখার আহ্বায়ক এফ এম শাহ আলম। এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুব দলের আহবায়ক কমিটির সদস্য সচিব মো. রাজিব আহম্মেদ মাসুম, যুগ্ম আহ্বায়ক মো. শুক্কুর মির্জা, মো. মিলন খাঁন, মো. নুরুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. আব্দুল লতিফ, মো. রয়েল এবং সকল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ যুবদলের নেতা-কর্মীরা।
র্যালি শেষে যুবদল নেতা তাড়াশ উপজেলার শাখার আহ্বায়ক এফ এম শাহ আলম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সকল ভেদাভেদ, হিংসা বিদ্বেশ ভুলে গিয়ে আপনারা দলকে সুসংগঠিত করেন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন। সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সর্বোপরি দেশকে ভালবাসুন।
বাখ/এস