তাড়াশে স্বামীর সাথে অভিমানে গৃহবধূর বিষপানে আত্মহত্যা
![](https://www.banglakhaborbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে মারপিট করায় অভিমান করে আইরিন খাতুন (২২) নামে গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।
বুধবার (৩০ অক্টোবর) সকালে তাড়াশ পৌর সদরে ভাদাস পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। গৃহবধূর ওই গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী। ঘটনার পর স্বামী খায়রুল ইসলাম পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আসলাম হোসেন জানান, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গৃহবধূ আইরিনের সঙ্গে স্বামী খায়রুলের পারিবারিক কলহ লাগে। স্বামী মো: খাইরুল ইসলাম রাতে তার মা’কে বলে বাইরে চলে যায়। বাইরে যাওয়ার পরে খাইরুলের মা রাত সাড়ে ৯ টার দিকে গৃহবধূর ঘর থেকে থালা বাসন পড়ার একটি শব্দ শুনতে পেয়ে উঠে গিয়ে দেখতে পায়। তাকে তার শাশুড়ী জিজ্ঞেস করতেই তিনি সে বিষ খেয়েছে। এসময় তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বাখ//আর