০৯:১৭ অপরাহ্ন, রোববার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে সাংগঠনিক পক্ষের সমাপনী অনুষ্ঠিত

মোঃ খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি

“বৈষম্যহীন সমাজ গড়ার পূর্বশর্ত নারী-পুরুষের সমতা” এই স্লোগান নিয়ে ১৮ থেকে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত সাংগঠনিক পক্ষ ঘোষণা করে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা। এরই ধারাবাহিকতায় সাংগঠনিক পক্ষ পালন উপলক্ষ্যে বিভিন্ন পাড়া কমিটি সফর, কর্মীসভা, পেশাজীবী নারী ও পুরুষদের সাথে মতবিনিময় সভা, তরুন-তরুনীদের সাথে মতবিনিময় সভা, রচনা প্রতিযোগিতাসহ অন্যান্য কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করেছে সংগঠনটি।

আজ বুধবার (৩০ অক্টোবর ২০২৪) মুন্সিপাড়াস্থ জেলা কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক পক্ষের সমাপনী অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক রুবিনা আকতার বলেন, বর্তমানে মৌলবাদের আগ্রাসন নারী সমাজকে পিছিয়ে রাখার জন্য যে প্রক্রিয়া চালাচ্ছে সেই অবস্থা ও চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।

নারী-পুরুষ যৌথ উদ্যোগে সমাজকে সচেতন করতে হবে। তরুণ-তরুণীদের এই আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। তরুণীদের নৈতিক চেতনা ও মূল্যবোধ বিকাশের জন্য প্রয়োজন সচেতন পদক্ষেপ, সুযোপযোগী সিদ্ধান্ত, ন্যায় বিচারের নিশ্চয়তা, নারী-পুরুষের সমতার সংস্কৃতি এবং যথোপযুক্ত শিক্ষার সুযোগ। নারীদের ইতিবাচক অর্জন থাকা সত্ত্বেও আজকে ঘরে-বাইরে কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তহীনতায় থাকতে হয়।

নারী-পুরুষের বৈষম্যমুক্ত, মানবিক, গণতান্ত্রিক সংস্কৃতির বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের একতাবদ্ধ হতে হবে। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ক্রমাগত নারীকে পিছিয়ে থাকতে বাধ্য করে। নারী-পুরুষের সমতার লড়াই যুগ যুগ ধরে চলে আসছে। যতদিন পর্যন্ত সমতা অর্জন হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশের নারী আন্দোলন এই লড়াই চালিয়ে যাবে। অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক সংগঠককে মানবিক মানুষ হিসেবে সংগঠনকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সাধারন সম্পাদক রুবি আফরোজ এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানীয় সদস্য কানিজ রহমান, সহ-সভাপতি মাহবুবা খাতুন, অর্চনা অধিকারী, মিনতী ঘোষ, মনোয়ারা সানু, সুমিত্রা বেসরা, গোলেনুর বেগম, অর্থ সম্পাদক শাহানাজ পারভীন, প্রশিক্ষণ গবেষনা ও পাঠাগার সম্পাদক রোকসানা বিলকিস, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু, পরিবেশ সম্পাদক মওদুদা বেগম, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, সদস্য রেহেনা বেগম, শিবানী ওঁড়াও, মিনতি এক্কাসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।

সাংগঠনিক পক্ষের বাস্তবায়িত কর্মসূচী, অর্জন ও চ্যালেঞ্জসমূহের রিপোর্ট পেশ করেন সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি।

সাংগঠনিক পক্ষের সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১২:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
৪৭ জন দেখেছেন

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে সাংগঠনিক পক্ষের সমাপনী অনুষ্ঠিত

আপডেট : ১২:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

“বৈষম্যহীন সমাজ গড়ার পূর্বশর্ত নারী-পুরুষের সমতা” এই স্লোগান নিয়ে ১৮ থেকে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত সাংগঠনিক পক্ষ ঘোষণা করে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা। এরই ধারাবাহিকতায় সাংগঠনিক পক্ষ পালন উপলক্ষ্যে বিভিন্ন পাড়া কমিটি সফর, কর্মীসভা, পেশাজীবী নারী ও পুরুষদের সাথে মতবিনিময় সভা, তরুন-তরুনীদের সাথে মতবিনিময় সভা, রচনা প্রতিযোগিতাসহ অন্যান্য কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করেছে সংগঠনটি।

আজ বুধবার (৩০ অক্টোবর ২০২৪) মুন্সিপাড়াস্থ জেলা কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক পক্ষের সমাপনী অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক রুবিনা আকতার বলেন, বর্তমানে মৌলবাদের আগ্রাসন নারী সমাজকে পিছিয়ে রাখার জন্য যে প্রক্রিয়া চালাচ্ছে সেই অবস্থা ও চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।

নারী-পুরুষ যৌথ উদ্যোগে সমাজকে সচেতন করতে হবে। তরুণ-তরুণীদের এই আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। তরুণীদের নৈতিক চেতনা ও মূল্যবোধ বিকাশের জন্য প্রয়োজন সচেতন পদক্ষেপ, সুযোপযোগী সিদ্ধান্ত, ন্যায় বিচারের নিশ্চয়তা, নারী-পুরুষের সমতার সংস্কৃতি এবং যথোপযুক্ত শিক্ষার সুযোগ। নারীদের ইতিবাচক অর্জন থাকা সত্ত্বেও আজকে ঘরে-বাইরে কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তহীনতায় থাকতে হয়।

নারী-পুরুষের বৈষম্যমুক্ত, মানবিক, গণতান্ত্রিক সংস্কৃতির বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের একতাবদ্ধ হতে হবে। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ক্রমাগত নারীকে পিছিয়ে থাকতে বাধ্য করে। নারী-পুরুষের সমতার লড়াই যুগ যুগ ধরে চলে আসছে। যতদিন পর্যন্ত সমতা অর্জন হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশের নারী আন্দোলন এই লড়াই চালিয়ে যাবে। অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক সংগঠককে মানবিক মানুষ হিসেবে সংগঠনকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সাধারন সম্পাদক রুবি আফরোজ এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানীয় সদস্য কানিজ রহমান, সহ-সভাপতি মাহবুবা খাতুন, অর্চনা অধিকারী, মিনতী ঘোষ, মনোয়ারা সানু, সুমিত্রা বেসরা, গোলেনুর বেগম, অর্থ সম্পাদক শাহানাজ পারভীন, প্রশিক্ষণ গবেষনা ও পাঠাগার সম্পাদক রোকসানা বিলকিস, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু, পরিবেশ সম্পাদক মওদুদা বেগম, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, সদস্য রেহেনা বেগম, শিবানী ওঁড়াও, মিনতি এক্কাসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।

সাংগঠনিক পক্ষের বাস্তবায়িত কর্মসূচী, অর্জন ও চ্যালেঞ্জসমূহের রিপোর্ট পেশ করেন সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি।

সাংগঠনিক পক্ষের সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

বাখ//এস