পাকুন্দিয়ায় প্রশাসনের ন্যায্যমূল্যের দোকানে ব্যাপক সাড়া
বাজারে সিন্ডিকেট ভাঙতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এবার উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে ন্যায্য মূল্যে নিত্যপণ্যের দোকান। তাদের ন্যায্য মূল্যের দোকানে ব্যাপক সাড়া মিলেছে। ন্যায্য মূল্যে বিভিন্ন নিত্যপন্য কিনতে পেরে খুশি বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে পাকুন্দিয়া সদর ঈদগাহে উপজেলা প্রশাসন এ কার্যক্রম শুরু করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ কাজে সহযোগীতা করছেন উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়।
উপজেলা প্রশাসন জানিয়েছেন, বাজারে শাক-সবজিসহ নিত্যপন্যের যে উর্দ্ধগতি তা কমিয়ে আনতে পাইকারি আড়ৎ থেকে কেনা দামে সাধারন মানুষের কাছে পন্য বিক্রি করা শুরু হয়েছে। বাজারে যে সিন্ডিকেট আছে, তা ভাঙতেই এ কার্যক্রম।
ক্রেতারা জানান, উপজেলা প্রশাসন যে দামে বিক্রি করছেন তা বাজার থেকে কেজিতে ৫ থেকে ১০ টাকা কম মূল্যে পাওয়া যাচ্ছে। মানুষ স্বল্প মূল্যে যেখানে পাবে, সেখান থেকেই বাজার করবে। প্রশাসন যে দোকান বসিয়েছে, তা সাধারন মানুষের খুব উপকারে আসবে।
সরেজমিনে বেচাকেনায় দেখা গেছে, এখানে প্রতি কেজি আলু ৬০, বেগুন ৬০, লেবু ৩৫, ডাল ১১০, চিনি ১৩০, প্রতি পিচ ডিম ১২, কচু ৫ ও ডাটা (মুড়ি) ২০ টাকা হারে বিক্রি করা হচ্ছে।
আব্দুস সাত্তার নামের একজন ক্রেতা বলেন, আমি প্রশাসনের এই দোকান থেকে ৪৮ টাকা দিয়ে এক হালি ডিম কিনেছি। গতকাল বাজার থেকে এক হালি ডিম কিনতে হয়েছে ৬০ টাকা দিয়ে। প্রশাসনের এই উদ্যোগটি খুবই প্রশংসনীয়।
পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ-আলম বলেন, বাজার নিয়ন্ত্রন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত এ দোকান খোলা থাকবে।
বাখ/এস