১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
রাজারহাটে কৃষি প্রণোদনার আওতায় ১ হাজার ৯ শত কৃষকের মাঝে বীজ – সার বিতরণ
রাজারহাটে ১ হাজার ৯ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে এই বীজ-সার বিতরণ করা হয়।
এতে প্রতি কৃষককে উন্নত মানের ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি পটাশ ও ১০ কেজি করে টিএসপি সার দেয়া হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশাদুল হকের সভাপতিত্বে এ-উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, রাজারহাট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবীদ হৈমন্তী রানী সহ অনেকে বক্তব্য দেন।
বাখ//এস