কালীপূজা উপলক্ষে তাড়াশে পাঠার মাংস বিক্রির ধূম
সিরাজগঞ্জের তাড়াশে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী কালীপূজা উপলক্ষে তাড়াশ পৌর বাজারে পাঠার মাংস বিক্রির ধূম পড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে প্রথা অনুযায়ী পাঠাবলীর মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে এ পূজা। পূজাকে কেন্দ্র করে পৌর বাজারে ৮ থেকে ১০ টি দোকানে পাঠার মাংস বিক্রির ধুম পড়েছে ।
পৌর বাজারের পাঠার মাংস বিক্রেতা আপেল মাহমুদ বলেন, আজ পৌর বাজারেই শতাধিক পাঠার মাংস বিক্রি হবে। পাঠার মাংস কিনতে আসা পৌর সদরের বাসিন্দা শ্যমসুন্দর বলেন, প্রতি বছর কালীপুজা উপলক্ষে এ ভাবে বাজার এলাকায় পাঠার মাংস বিক্রি হয়ে থাকে। এবার মাংসের দাম একটু বেশি। প্রতি কেজি মাংস কিনতে হচ্ছে ১ হাজার টাকায়।
তাড়াশ উপজেলা সোনাতন সংস্থার সভাপতি তপন গোস্বামী বলেন, তাড়াশের জমিদার বনওয়ারী রায় বাহাদুর প্রায় দুই শত বছর আগে এ রীতির প্রচলন করেন। তাই হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু লোকজন এ দিন বাজার থেকে পাঠার মাংস কিনে থাকেন।
তাড়াশ থানার ওসি আসলাম হোসেন বলেন, ধর্মীয় রিিত মেনে হিন্দু সম্প্রদায় কালীপূজা যেন শান্তপূর্ণ ভাবে পালন করতে পারে সে জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাক থাকবে।
বাখ//আর