০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে স্বামী আহসান হাবীবকে (২৬) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এই দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আহসান হাবীব ইসলামপুর উপজেলার রাজনগর এলাকার মৃত আজাহার আলীর ছেলে ও নিহত স্ত্রী তিথি বেগম দেওয়ানগঞ্জের চিকাজানী গ্রামের মো. এনু শেখের কন্যা। মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের এপ্রিল মাসের ১২ তারিখে যৌতুকের দাবিতে আহসান হাবীব তার স্ত্রী তিথি বেগমকে মারধর করে ও এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে।
এই ঘটনায় তিথি বেগমের মামা আব্বাস আলী ফরাজী ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। আদালতে হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামি আহসান হাবীবকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ মো. এনায়েত হোসেন বলেন, তিথি বেগম হত্যার ঘটনায় আসামি আহসান হাবীব ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামি আহসান হাবীবকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১১:২৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
১০২ জন দেখেছেন

জামালপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ১১:২৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
জামালপুরের ইসলামপুরে স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে স্বামী আহসান হাবীবকে (২৬) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এই দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আহসান হাবীব ইসলামপুর উপজেলার রাজনগর এলাকার মৃত আজাহার আলীর ছেলে ও নিহত স্ত্রী তিথি বেগম দেওয়ানগঞ্জের চিকাজানী গ্রামের মো. এনু শেখের কন্যা। মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের এপ্রিল মাসের ১২ তারিখে যৌতুকের দাবিতে আহসান হাবীব তার স্ত্রী তিথি বেগমকে মারধর করে ও এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে।
এই ঘটনায় তিথি বেগমের মামা আব্বাস আলী ফরাজী ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। আদালতে হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামি আহসান হাবীবকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ মো. এনায়েত হোসেন বলেন, তিথি বেগম হত্যার ঘটনায় আসামি আহসান হাবীব ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামি আহসান হাবীবকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
বাখ//আর