ঝিকরগাছায় লোকসমাজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যশোরের ঝিকরগাছায় দৈনিক লোকসমাজের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৩০ অক্টোবর বুধবার সন্ধ্যায় ৭ টায় ঝিকরগাছা প্রেস ক্লাবে দৈনিক লোকসমাজের প্রতিষ্ঠাতা প্রকাশক, সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন, দৈনিক লোকসমাজের ঝিকরগাছা সংবাদদাতা তরিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) নাভিদ সরওয়ার। পরে ২৯ তম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান কামাল, দৈনিক পরিবার পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি রাফিউল ইসলাম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি তৌফিক রেজা টোকন, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির সভাপতি আকরাম হোসেন, সাবেক সভাপতি আরাফাত কল্লোল, সাধারন সম্পাদক শাহাজাহান আলী, সাংবাদিক তারিকুল ইসলাম তারিক, এম আর মাসুদ, শাহিন আহম্মেদ, ইসমাইল হোসেন, আফজাল হোসেন চাঁদ, শাহ্জামাল শিশির, ইউনিটি ক্লাব ঝিকরগাছা শাখার সভাপতি জীবন চৌধুরীসহ স্থানীয় গনমাধ্যমকর্মী ও ফ্রেন্ডস্ টুয়েন্টির সদস্যবৃন্দ।
বাখ//এস