ঢাকায় পা রাখলো দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করা বাংলাদেশ নারী ফুটবল দল

অপেক্ষার অবসান ঘটলো। অবশেষে ঢাকায় পা রাখলো দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করা বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার পর ঢাকায় অবতরণ করে সাবিনা-তহুরাদের বহনকারী বিমান।
দুর্দান্ত এক টুর্নামেন্ট শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের এটি টানা দ্বিতীয় শিরোপা। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই গল্পের নতুন অধ্যায় লিখল বাংলাদেশ। স্বাগতিক নেপালকে বুধবারের (৩০ অক্টোবর) ফাইনালে ২-১ গোলে হারায় বাংলাদেশ।
কাঠমান্ডু থেকে দুপুর আড়াইটার পর হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে দল। সেখান থেকে ছাদখোলা বাসে করে আনা হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। গতবার প্রথমবারের মতো সাফ শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল বাংলার মেয়েদের। এবারও একই সম্মান পাচ্ছেন তারা। বাফুফেতে তাদের সংবর্ধনা দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বাখ//আর