বন্যায় বিপর্যস্ত স্পেন মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে
বন্যায় বিপর্যস্ত স্পেনের পূর্বাঞ্চল। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে, এখনও নিখোঁজ বহু মানুষ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশে টানা বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। প্লাবিত হয়েছে বিশাল এলাকা। ডুবে গেছে রাস্তাঘাট। তলিয়েছে বাড়িঘর। ছাদে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। মারাত্মক ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা। ধসে পড়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ সেতু।
উদ্ধারকাজে জরুরি বিভাগের সঙ্গে মোতায়েন করা হয়েছে ১ হাজারের বেশি সেনা। তবে রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় অনেক অঞ্চলেই প্রবেশ করতে পারছে না উদ্ধারকারীরা। বিশাল এলাকাজুড়ে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগও।
জাতীয় আবহাওয়া সংস্থা এইএমইটির মতে, ভ্যালেন্সিয়ার নিকটবর্তী শহরগুলোর একটি চিভায় মঙ্গলবার মাত্র আট ঘণ্টার মধ্যে ব্যাপক বৃষ্টি হয়। এ সময় ৪৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা এক বছরের বৃষ্টিপাতের সমান।
বাখ//আর