হাজারো মুসল্লির অংশগ্রহণে বুলবুলের জানাযা নামাজ সম্পন্ন
হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আহসান উল্লাহ বুলবুল। বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়েনের বড় ভাংবাড়ী ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির অংশগ্রহণে বুলবুলের জানাযা নামাজ সম্পন্ন হয়।
জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবা আছাদ মাষ্টারের কবরের পাশে তার মরদেহ সমাহিত করা হয়। তাকে শেষ বারের মতো এক নজর দেখতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ ভীর করেন। দাফন শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জানাযা নামাজের পূর্বে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান,মাদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন, জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম খান সজিব, সাবেক সভাপতি ফিরোজ মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস প্রমুখ।
বাখ//এস