হাটহাজারীতে বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা সম্পন্ন
মূলত সঠিক তথ্যের অভাব, সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের অপ্রতুলতা, মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য, অদক্ষ কর্মী, ভাষা জ্ঞান না থাকা, বিদেশগামী নারী-পুরুষের সচেতনতার অভাব; এরকম অনেক কারণেই বিদেশে যারা পাড়ি জমাচ্ছেন তাদের অধিকাংশেরই সফলতার হার খুবই কম।
এসব কারণেই যারা বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসছেন তারা ফিরে এসে পরিবার ও সমাজের মানুষগুলোর সাথে স্বাভাবিকভাবে খাপ খেয়ে চলতে না পারায় বিদেশ-ফেরত অভিবাসীরা প্রায়ই পাহাড়সম মনোকষ্টের পরিস্থিতির সম্মুখীন হন। এসব পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য, অভিবাসীরা যাতে মানসিক মনোবল ফিরে পায়, পুনরায় অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারে এজন্য ২০০৬ সাল থেকে ব্র্যাক অভিবাসন বিষয়ে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় ব্র্যাক মাইগ্রেশন এন্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার চট্টগ্রামের উদ্যোগে এবং সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অদ্য ৩০ শে অক্টোবর ২০২৪ ইং তারিখে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, পেশাজীবি শ্রেণী, এনজিও প্রতিনিধি, গনমাধ্যম কর্মী এবং বিদেশ ফেরত অভিবাসীদের কে নিয়ে আয়োজন করা হয় উক্ত ইউনিয়ন কর্মশালাটি।
উক্ত কর্মশালার মাধ্যমে সমাজের বিভিন্ন সেক্টরে কর্মরত মানুষদেরকে অভিবাসন বিষয়ে তথ্য প্রদান করা হয়। নিজ পরিবার এবং এলাকায় ফেরত অভিবাসীদের জন্য তাদের করণীয় সম্পর্কে সহজ ও সাবলীল ভাষায় ব্যাখ্যা প্রদান করা হয়।
মূলত প্রবাসীদের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রমের পাশাপাশি ব্র্যাকও মাঠ পর্যায়ে কমিউনিটির মানুষদের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে যে বদ্ধপরিকর সেই বিষয়ে সকলে সম্যক ধারণা প্রদান করা হয়। উক্ত কর্মশালাটি যৌথভাবে সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম ফিল্ড অর্গানাইজার এস. এম. শাহ্ আরমান এবং সাইকোসোস্যাল কাউন্সিলর নুসরাত মাহমুদ রিমকি। এবং সম্পূর্ণ প্রজেক্ট এক্টিভিটি তুলে ধরে অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ে বিশদ আলোচনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম চট্টগ্রাম জেলার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হুজ্জাতুল ইসলাম সাঈদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র উপজেলার বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ জনাব মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র উপজেলার প্রবীন শিক্ষক জনাব জহুর লাল দেবনাথ। তাছাড়া আমন্ত্রিত অথিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি এমরান শিকদার, কল্পতরু কেশবদাশ ব্রক্ষাচারী।
স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য রাখেন সৈয়দ নিজাম উদ্দীন সহ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি।
এবং উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মেখল ইউনিয়ন পরিষদের সন্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব রাশেদুল ইসলাম।
বাখ//এস