আফগানিস্তান সিরিজ খেলবেন না সাকিব আল হাসান
আফগানিস্তনের বিপক্ষে আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন সাকিব, এমন খবর প্রকাশিত হয়েছিল বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পোর্টাল ও ওয়েবসাইটগুলোয়। তবে বিসিবি থেকে কোনোরকম আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বৃহস্পতিবার দুপুরে জানা গেল সে খবর ভুল। সাকিব আফগানদের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবেন না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।
সাকিব কি নিজ থেকে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলতে চাননি, নাকি বিসিবি সাকিবকে খেলাবে না। এ বিষয়টি পরিষ্কার করেননি বিসিবিপ্রধান।
বিসিবির সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, যেটা বললেন যে শেষ টেস্ট খেলতে (ফিরতে পারেনি) একেবারেই আমরা কোনোভাবে জড়িত নই এ ব্যাপারটায়। এটা হলো আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও সাকিব আল হাসান তাদের ব্যাপার। এখানে আমাদের পুরোপুরি অক্সিলারি একটা পার্ট নেওয়ার কথা ছিল।
বাখ//আর