ঝিকরগাছায় জাতীয় যুব দিবস পালিত
দক্ষ যুব গড়বে দেশ বৈশম্যহীন বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে যশোরের ঝিকরগাছায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস। কর্মসুচির মধ্যে ছিল যুব র্যালি, আলোচনাসভা, শপথ পাঠ ও যুব ঋন বিতরন।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের নেতৃত্বে পরিষদ চত্তর থেকে যুব র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। র্যালি পরবর্তী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। বিশেষ অতিথি ছিলেন, মহাস স্বাধীনতা যুদ্ধেকালিন থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা এনজিও সমন্বয়কারী ও জেডিও’র নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি তৌফিক রেজা টোকন, পেন ফাউন্ডেশনর নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির সাধারন সম্পাদক শাহাজাহান আলী, সফল আত্মকর্মী নজরুল ইসলাম, স্থানীয় ছাত্র সমন্বয়ক মাহমুদ হাসান, পবিত্র কোর আন তেলোয়াত করেন, উপজেলা পরিষদ মসজিদের ইমাম হাফেজ জিয়ারুল ইসলাম, পবিত্র গীতা পাঠ করেন, গদখালী কালি মন্দিরের পুরোহিত শংকর চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেনদৈনিক লোকসমাজের ঝিকরগাছা সংবাদদাতা সাংবাদিক তরিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, এনজিও প্রতিনিধি বাবু সুভাস ভক্ত বাবুল, ক্রিকেট একাডেমীর সভাপতি শাহরুল ইসলাম হ্যাপি, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির সভাপতি আকরাম হোসেন, সদস্য আক্তারুল ইসলাম রিপন, শাহিন আহম্মেদ,দৈনিক পরিবার প্রতিনিধি রাফিউল ইসলাম, স্থানীয় ছাত্র সমন্বয়ক আসলাম হোসেন রবিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও যুব প্রশিক্ষনার্থী যুব ও যুবতী। শেষে উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।
বাখ//আর