তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়েক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার, জুলাই হত্যাকান্ড এবং শেখ হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মীরসরাই পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। শুক্রবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উক্ত কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ছিলেন মীরসরাই পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামশেদ আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় নেতা উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী।
এ সময় উপস্থিত ছিলেন মীরসরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, খায়ের উল্ল্যাহ, ইকবাল হোসেন, শেখ আহম্মদ, বিএনপি নেতা রফিকুল ইসলাম, হারুন উর রশিদ, আকবর বাদশা, শাহ আলম, পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ, বিএনপি নেতা নজরুল ইসলাম, মোশারফ হোসেন, সফিউল আলম লাতু, ফখরুল ইসলাম, রাজীব কুমার সিংহ, এ এইচ এম শাহরিয়ার, জেবল হক কেরানী, আবু তাহের, নিজাম উদ্দিন বেন্টু, ইমরান হোসেন ইরান, মহিলা দল নেত্রী মৌসুমী, আবেদা সুলতানা প্রমুখ।
বাখ//এস