দিনাজপুরে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর শুক্রবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার নাজমুল হাসান। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক অরুন কুমার বিশ্বাস, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা কামাল, প্রশিক্ষনার্থী বরকত আলী, ওয়াকিমুন নাহার মুন, সফল আত্মকর্মী মোসাঃ শিউলি আক্তার, সফল যুব সংগঠক মোসাঃ সাবিনা ইয়াসমিন (সভাপতি, সাধনা মহিলা উন্নয়ন সংস্থা), ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষিত সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠককে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। দিনাজপুর সদর উপজেলা কার্যালয় কর্তৃক ৫ জনকে ৫ লক্ষ ৩০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন ট্রেডে ৬ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে কেক কাটেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ হারুন-উর-রশিদ।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির সূচনা করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা। সর্বশেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাম্পাসে ২০২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ স্বরণে ২৪ টি গাছের চারা রোপন এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্পাসের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
বাখ//এস