ভাঙ্গুড়ায় চুরি যাওয়া ১০ ভরি স্বর্ণ ও টাকা উদ্ধার করলো পুলিশ, আটক চোর
পাবনার ভাঙ্গুড়ায় চুরির দশ দিন পর ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার ভোরে আটকৃত চোর সানোয়ার হোসেনের বাড়ির গোয়াল ঘরের মেঝের মাটির খুঁড়ে এগুলো উদ্ধার করে পুলিশ। অনেকেই এই ঘটনাকে থানা-পুলিশের বড় ধরনের সফলতা বলে প্রশংসা করছেন।
জানা যায়, ১০ দিন আগে পৌরশহরের শরৎনগর বাজারের আফরোজা পারভীন ইতি ও ইকবাল হোসেন শিক্ষক দম্পতির বাসায় দিনের বেলায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এ সময় বাসার তালা ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। পরে পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে সনাক্ত করে জেলার বেড়া উপজেলার সাংশানেল গ্রাম থেকে সানোয়ার হোসেন (৪২) নামে একজনকে আটক করে পুলিশ। পুলিশ সানোয়ার হোসেনকে রিমান্ডে আনলে সে চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তার দেয়া তথ্য মতে, পুলিশ শুক্রবার সানোয়ারের গ্রামের বাড়িতে গোয়াল ঘরের মেঝে খুঁড়ে এই স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, গত ২০ অক্টোবর সকাল ১১ টার দিকে দরজার তালা ভেঙ্গে ওই দম্পতির বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে চোর সানোয়ারকে সনাক্ত করে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়।
বাখ//এস