ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ
পাবনার ভাঙ্গুড়ায় “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”- এই প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) বেলা এগারোটায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার শামীম হাসানের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মাসুদ হাসান বুলবুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসমীয়া আক্তার রোজী।
এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট মজিবর রহমান, জেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারী মাওলানা আলী আজগর,উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাবা আজিজ রূহান প্রমুখ। পরে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বাখ//এস