০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
মাদারগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’এই স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।
র্যালি শেষে আলোচনা সভা ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসিমা নাহাত।
পল্লী কল্যাণ সংস্থার চেয়ারম্যান গোলাম জাকারিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসিমা নাহাত ও উপজেলা যুবউন্নয়ন অফিসার। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কম্পিউটার বেসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। সে সময় শিক্ষিত বেকার যুবক-যুবতিরা উপস্থিত ছিলেন।
বাখ//এস