১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শাহরাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ
শাহরাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করেছে শাহরাস্তি উপজেলা মৎস্য অফিস।
৩১অক্টোবর বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী মাছের পোনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান মাছের পোনা বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল।
উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিফ উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় জন ১২০ জন প্রান্তিক চাষীর মাঝে ৭ কেজি করে ৮৪০ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।
বাখ//আর