ঈশ্বরদীতে গাঁজা ও ফেন্সিডিল সহ আটক ১
পাবনার ঈশ্বরদীতে গাঁজা ও ফেন্সিডিলসহ সোহরাব হোসেন ওরপে রস্তম (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় উপলোর দিয়ার সাহাপুর নতুনহাট মোড়ে আই কে রোডে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, কাচারীপাড়া (রেল কলোনী) এলাকার তপু ব্যাপারি ছেলে সোহরাব হোসেন ওরপে রস্তম। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল (ঈশ্বরদী) এর পরিদর্শক পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, সোহরাব হোসেন ওরপে রস্তম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ঈশ্বরদীসহ আশেপাশের এলাকায় গাঁজা ও ফেন্সিডিল বেচাকেনা করতো।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী দিয়ার সাহাপুর নতুনহাট মোড়ে আই কে রোডে আলহাজ্ব মোড় হতে রুপপুর গামী একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে TVS মোটরসাইকেলের সিটে বসা অবস্থায় দেহ ও মোটরসাইকেল বসা কাঁধে ঝুলানো অবস্থায় একটি ট্রাভেলব্যাগ তল্লাশি করলে ৬ কেজি গাঁজা ১০ বোতল ফেন্সিডিল পাওয়া যায় এবং তাকে আটক করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। পরে তাদেরকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাখ//এস