কসবায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ”-এ প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার (২ নভেম্বর) সকালে কসবা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি পালনে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সববায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, কসবা প্রেস ক্লাব সভাপতি মোঃ সোলেমান খান ও সাংবাদিক খ.ম. হারুনুর রশীদ ঢালী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন।
কসবা প্রেস ক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন মালেক জোবেদা স্মৃতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য মোঃ রাজু আহম্মেদ, রাউৎহাট স্মৃতি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার অধির ঋষি ও সমবায় বিভাগের সহকারী পরিদর্শক মোছাঃ রোকেয়া চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বাখ//আর