০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ঝিকরগাছায় সেবা সংগঠনের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
যশোরের ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র আয়োজনে সম্পুর্ণ বিনামূল্যে ৫০০ জন মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু করে বেলা ৩টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলে। এদিন সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন, সেবা সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু।
বিনামূল্যে ক্যাম্পেইনের আয়োজনে সহযোগিতা করেন বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মালয়েশিয়া প্রবাসী মেহেদী হাসান দিপু।
ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন, জাফর ইকবাল, সাব্বির হোসেন, শোভন মাসুম বিল্লাহ, প্রিন্স কবীর, আশিকুল ইসলাম , আশরাফুল আলম, বিশ্বজিৎ কুমার, নাছিম রেজা, ইমরান খান, রোমান হোসেন , আঁখি খাতুন প্রমুখ।
বাখ//আর