নানা আয়োজনে মাগুরায় ৫৩ তম জাতীয় সমবায় দিবসের ২০২৪ উদযাপন
৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরায় জাতীয় সমবায় দিবসে পতাকা উত্তলোন, র্যালি, আলোচনা সভা, ক্রেস্ট পুরস্কার ও চেক ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০ টার সমবায় অফিস চত্বর থেকে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের চাঁদের হাট সম্মেলন কক্ষে মাগুরা সমবায় বিভাগের আয়োজনে দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা জেলা সমবায় অফিসার (ভা.প্রা.) মোঃ ফরিদুল ইসলাম। উপস্থাপনা ও সঞ্চালনায় মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শালিখা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সিভিল সার্জন অফিস মেডিকেল অফিসার ডাঃ সুপ্রিয়া সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক মোঃ আব্দুল আওয়াল, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন, সেভ দ্যা উইমেন এন্ড চিল্ড্রেন নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরী সহ সমবায় সদস্য বৃন্দগণ।
সমবায়ীদের বক্তব্য রাখেন, মাগুরা প্রচেষ্টা মৌচাষী সমবায় সমিতি লিঃ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, স্বাধীন বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ সম্পাদক মোঃ কামাল হোসেন, সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সিরিজদিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ সভাপতি অশোক কুমার বিশ্বাস, অপরাজিতা মহিলা সমবায় সমিতি লিঃ সম্পাদক কল্যাণী রানী বিশ্বাস, মাগুরা সদর উপজেলা মডেল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সভাপতি মোঃ শাহজাহান মৃধা।
মাগুরা জেলা সমবায় অফিসার মোঃ ফরিদুল ইসলাম তার বক্তব্য জানান, শ্রদ্ধা জানাচ্ছি ৫২ এর ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এবং ২০২৪ সালের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ এবং বীর যোদ্ধাদের প্রতি এই যুদ্ধে এখনও যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়ার দরখাস্ত করছি। এই উপ-মহাদেশে সমবায়ের যাত্রা শুরু ১৯০৪ সাল থেকে। ১৯০৪ সাল থেকে ২০২৪ সাল সময়ের বিস্তর ব্যবধান। এই সুদীর্ঘ পথ পরিক্রমায় নানাবিধ পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে মানুষের জীবন বোধে, পরিবর্তন এসেছে সমবায় ভাবনায়।
এই পরিবর্তন পরিস্থিতিতে “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্বাধীন বাংলাদেশে সমবায়ের অগ্রযাত্রা ৫৩ বছরে পদার্পন করেছে। এজন্য ধন্যবাদ জানাই ইংল্যান্ডের রসডেল সোসাইটি এবং বাংলাদেশে সমবায়ের প্রতিষ্ঠাতা ড. আক্তার হামিদ খানকে। বাংলাদেশের সংবিধানের ২য় অনুচ্ছেদের ১৩ (খ) ধারায় সমবায় মালিকানার কথা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ বাংলাদেশে মোট সমবায় সমিতির সংখ্যা প্রায় ১ লক্ষ ৯৭ হাজার যার সদস্য সংখ্যা প্রায় ১ কোটির উপরে। মাগুরা জেলায় মোট সমিতির সংখ্যা সাধারণ এর মধ্যে কেন্দ্রীয় ৪ টি ও প্রাথমিক ৪৩৯ টি এবং পউব এর মধ্যে কেন্দ্রীয় ৮ টি ও প্রাথমিক ১০৫৯ টি মোট ১৫১০ টি। সমিতির মোট সদস্য সংখ্যা কেন্দ্রীয় ১০২৯ জন ও প্রাথমিক ৪২৩৭০ জন।
জেলা পর্যায়ে জাতীয় সমবায় পুরস্কার ২০২৩ এর জন্য মনোনীত সফল সমবায়ী মোঃ মোখলেছুর রহমান, সম্পাদক, মাগুরা প্রচেষ্টা মৌচাষী সমবায় সমিতি লিঃ, সভাপতি মোঃ শাহজাহান মৃধা মাগুরা সদর উপজেলা মডেল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ।
জেলা পর্যায়ে জাতীয় সমবায় পুরস্কার ২০২৩ এর জন্য মনোনীত সফল সমবায় সমিতি মাগুরা জেলা আলোকচিত্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, মাগুরা সদর, মাগুর, সিরিজদিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ, অপরাজিতা মহিলা সমবায় সমিতি লি: মাগুরা সদর, মাগুরা, সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:, মাগুরা সদর, মাগুরা, আলোর পথে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ও মাগুরা দুস্থ মৌচাষী শ্রমকারী সমবায় সমিতি লিং, মাগুরা সদর, মাগুরা।
ঋণ বিতরণ। (উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্প) রূপকথা দুগ্ধ উৎপাদনকারী নারী উন্নয়ন সমবায় সমিতি লি: ১০ জন ও রাউতড়া বিকশিত দুগ্ধ উৎপাদনকারী নারী উন্নয়ন সমবায় সমিতি লি: ০৯ জন। সর্বমোট ১৯ জনকে এক লক্ষ টাকা করে বার্ষিক ৪% সার্ভিস চার্জে ১৯ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।
আবর্তক ঋণ গ্রহণকারী নামের তালিকা সুবিধাভোগীর নাম ও সমিতির নাম রাউতড়া বিকশিত দুগ্ধ উৎপাদনকারী নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ মোছাঃ রুখসানা বেগম, রীনা রাণী কুন্ডু, দিপালী রানী, মোছাঃ রিতা পারভীন, আছিয়া বেগম, মোছাঃ নাজমা খাতুন, হাবিবা খাতুন, চায়না রানী প্রামানিক, চায়না রানী বিশ্বাস, শিউলি পারভীন।
রূপকথা দুগ্ধ উৎপাদনকারী নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ আফসানা মিমি, মিসেস ঝুমুর আকতার, মোছাঃ আল্লাদি, তারা বিবি, মোহাঃ নাছিমা খাতুন, মোছাঃ শাহিনুর খাতুন, মনিরা খাতুন, আফরোজা খাতুন, তানজিলা। শালিখা, মোহাম্মদপুর ও শ্রীপুরেও দিবস টি অনুরূপভাবে পালন করা হয়।
বাখ/এস