পটুয়াখালী চেম্বার অব কমার্স এর নব নির্বাচিতদের দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহন
দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর নব নির্বাচিত পরিচালনা পর্ষদের নিকট দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি হলরুমে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও জেলা বিএনপির সদস্য মোশতাক আহম্মেদ পিনু।
আগামী দুই বছরের জন্য পরিচালনা পর্ষদের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিসহ ২১ জন পরিচালক নির্বাচিত হয়। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ ঈসা, সহ-সভাপতি শেখ মতিউর রহমান, পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন, মোঃ হেমায়েত উদ্দিন, সৈয়দ মোঃ হারুন অর রশিদ, মোঃ হারুন অর রশিদ, শাহজাদা হাবিব উল্লাহ মাসুদ, মোঃ আল আমিন, মোঃ এনায়েত হোসেন মোহন, মিহির কুমার পাল, মোঃ বশির উদ্দিন, মোঃ মামুন আলম খান, আতিকুল ইসলাম সুজন, মোঃ রফিকুল ইসলাম মাসুদ, খন্দকার আঃ রাজ্জাক, মোঃ জসিম উদ্দিন, সৈয়দ হাফিজুর রহমান হিরা, এইচ এম তাহমিদ মিনহাজ, মোঃ শফিকুল ইসলাম শাহিন, খন্দকার মোঃ আরিফুল ইসলাম, মোঃ মেহেদি হাসান।
দ্য পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ ২০২৪-২০২৬ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক ফারুক তাদেরকে শপথ পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ী সহ নানা পেশার লোকজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাখ//এস