১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাউজানে আধাপাকা ধানে বিষ : থানায় অভিযোগ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াছিন্নগর এলাকায় ২শ শতক (৫ খানি) ধানী জমিতে বিষ দিয়ে  জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এবিষয়ে ২রা নভেম্বর রাউজান থানায় অভিযোগ দায়ের করেছে রহিমা বেগম নামের এক মহিলা।
থানার অভিযোগে বাদী রহিমা বেগম উল্লেখ করেন গত শুক্রবার রাতের কোন এক সময় প্রতিপক্ষের লোকজন বিষ দিয়ে ২শ শতক জমিনের আধাপাকা আমন ধানের ফসল জ্বালিয়ে দিয়েছে।
এঘটনায় পারভেজ, ফারহান, জমির, মফিজ নামের ৪ জনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেছে বাদী। তাদের উভয়ের বাড়ী এয়াছিন্নগর এলাকার ফকির পাড়াতে। বিবাদীর মধ্যে ফারহান বিগত সময়ে যুবলীগের সক্রিয় কর্মি ছিলেন। তৎসময়ে তার বিরুদ্ধে এলাকায় প্রবল আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে।
স্থানিয়রা জানান আধাপাকা ধান গুলোতে বিষ দেয়ার মত অমানবিক কাজ আর কি হতে পারে।দেড় লক্ষ টাকার আমন ধান বিষ প্রয়োগে শেষ করে দেয়ার ঘটনায় থানা পুলিশ তদন্ত করে আইনি ব্যবস্থা নেবেন এমনটা দাবী জানিয়েছেন জমিনের মালিক প্রবাসী মুহাম্মদ মাহফুজ।
বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১০:৩৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
৬৮ জন দেখেছেন

রাউজানে আধাপাকা ধানে বিষ : থানায় অভিযোগ

আপডেট : ১০:৩৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াছিন্নগর এলাকায় ২শ শতক (৫ খানি) ধানী জমিতে বিষ দিয়ে  জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এবিষয়ে ২রা নভেম্বর রাউজান থানায় অভিযোগ দায়ের করেছে রহিমা বেগম নামের এক মহিলা।
থানার অভিযোগে বাদী রহিমা বেগম উল্লেখ করেন গত শুক্রবার রাতের কোন এক সময় প্রতিপক্ষের লোকজন বিষ দিয়ে ২শ শতক জমিনের আধাপাকা আমন ধানের ফসল জ্বালিয়ে দিয়েছে।
এঘটনায় পারভেজ, ফারহান, জমির, মফিজ নামের ৪ জনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেছে বাদী। তাদের উভয়ের বাড়ী এয়াছিন্নগর এলাকার ফকির পাড়াতে। বিবাদীর মধ্যে ফারহান বিগত সময়ে যুবলীগের সক্রিয় কর্মি ছিলেন। তৎসময়ে তার বিরুদ্ধে এলাকায় প্রবল আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে।
স্থানিয়রা জানান আধাপাকা ধান গুলোতে বিষ দেয়ার মত অমানবিক কাজ আর কি হতে পারে।দেড় লক্ষ টাকার আমন ধান বিষ প্রয়োগে শেষ করে দেয়ার ঘটনায় থানা পুলিশ তদন্ত করে আইনি ব্যবস্থা নেবেন এমনটা দাবী জানিয়েছেন জমিনের মালিক প্রবাসী মুহাম্মদ মাহফুজ।
বাখ//আর