শান্তকে অধিনায়ক রেখে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
মিরপুরে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। টেস্ট সিরিজে বাজেভাবে হারের পর এবার রঙিন পোশাকের ক্রিকেটে মাঠে নামবে লাল-সবুজের দল। আগামী ৬ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আগামী ৬ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ। আসন্ন সিরিজকে সামনে রেখে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে নেই সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর নাজমুল হোসেন শান্ত আর অধিনায়কত্ব করবেন না বলে শোনা গেলেও আফগান সিরিজের অধিনায়ক হিসেবে শান্তকেই রেখেছে বিসিবি।
এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ম্যাচে খেলা হয়নি লিটন দাসের। জ্বরের কারণে খেলা হয়নি তাঁর। এখনো সুস্থ হয়ে না ওঠায় তাকেও আফগান সিরিজের দলে রাখা হয়নি। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজে দলে ছিলেন তাইজুল ইসলাম।
তবে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের দলে নেই তাইজুল। লাল বলের ক্রিকেটে তিনি নিয়মিত মুখ হলেও সাদা বলে খুব একটা সুযোগ মিলে না তার। আসন্ন সিরিজেও দলে জায়গা পাননি তিনি।
বাখ//আর