০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শাহজাদপুরে জাতীয় সমবায় দিবস পালিত
“সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযথ মর্যাদায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসার মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জমানের। এতে অন্যন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মৎস্য অফিসার ইছমাত জাহান, পরিসখ্যান কর্মকর্তা মকলেছুর রহমান, সমবায় নেতা এ কে এম শামীম হোসেন, আব্দুল মতিন প্রমুখ। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাখ//এস