সাঁথিয়ায় জাতীয় সমবায় দিবস পালন
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে পাবনার সাথিয়ায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস – ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) বেলা ১১ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাঁথিয়া উপজেলা সমবায় অফিসার মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলক কুমার পাল, সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের সম্পাদক উজ্জল হোসেন, গৌরীগ্রাম ইউ পি চেয়ারম্যান আব্দুল ওহাব মাস্টার, সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুল হাই, সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত সমবায়ী বেলায়েত হোসেন, পুরাট দুগ্ধ উৎপাদন সমিতির সভাপতি ফজলুল হক, বৈষম্য বিরোধী ছাত্র নেতা তসলিম হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও এ সময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, উপজেলা সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সমবায়ীরা সভায় উপস্থিত ছিলেন।
বাখ//এস