এই বিদ্যালয় এলাকায় আলোকিত করবে, সুনাম অর্জন করবে দেশ ব্যাপি : উপদেষ্টা ফারুক ইং আজম
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের গুল মোহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা রোববার প্রফেসর ডা. মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি গুল মোহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এলাকাবাসীর স্বকীয়তায় গড়ে উঠেছে জানিয়ে বলেন, এ বিদ্যালয় নিয়ে সবার অনেক স্বপ্ন।
এ বিদ্যালয় এলাকা আলোকিত করবে। সুনাম ছড়িয়ে পড়বে দেশব্যাপী। বিদ্যালয় থেকে একদিন কলেজ এরপর বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম, ইউএনও মশিউজ্জামান, ক্রিকেট বোর্ডের পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খাঁন, পরিচালক মনজুরুল আলম মনজু প্রমূখ।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় এসিল্যান্ড লুৎফুন নাহার শারমীন, পিআইও নিয়াজ মোর্শেদ, ডা. মোহাম্মদ নিজাম মোর্শেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাখ//এস