কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি : মির্জা ফখরুল
বিএনপি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা? জনগণ সিদ্ধান্ত নেবে। দেশে অযথা ইস্যু তৈরি করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।
শনিবার বিকেলে রাজধানী মহাখালীর ব্র্যাক সেন্টারে বিএনপির প্রয়াত নেতা সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব। যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক এই হাইকমিশনারকে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে অভিহিত করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মীসহ নানা পেশার বিশিষ্টজন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে ঘিরে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এ সময় তিনি বলেন, প্রয়াত সাবিহ উদ্দিন আহমেদ দেশ, জনগণ ও গণতন্ত্রের জন্য সারাজীবন কাজ করেছেন। এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যেতে পারলে তিনি অনেক খুশি হতেন বলেও মন্তব্য করেন।
বাখ//আর