০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
গোদাগাড়ীর বসন্তপুর এলাকায় দোকানঘর নিয়ে সংঘর্ষে নিহিত ১
রাজশাহী গোদাগাড়ীর বসন্তপুর এলাকায় দোকানঘর কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ জন ও আহত ৩। নিহত ব্যক্তির নাম কবির হোসেন (৬০) তিনি বসন্তপুর তেলিবাড়ি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
আহতরা হলেন নিহত কবির হোসেন এর ছেলে নূরনবী (২৮) ভাই এজাজুল (৬২) আনারুল (৪৫) আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন কবির হোসেন।
নিহত কবির হোসেনের ভাতিজা রফিকুল ইসলাম বলেন, বসন্তপুর মোড় এলাকায় প্রায় ৬০ বছর আগে থেকে আমর বাপ দাদারা এই মাটির দোকানটি করে আসছে কিন্তু প্রায় দুই বছর থেকে রহমান হাজির ছেলে কবির, মনিরুল, বাবু, নজরুল, জিয়ারুল, শানু, পিয়ারুল এরা ৬/৭ জন বিভিন্নভাবে হয়রানি করে আসছিল এবং এই দোকানঘরটি নিয়ে প্রথমে ইউনিয়ন পরিষদ পরে পুলিশ ফাঁড়ি এবং সর্বশেষ আদালতের শরণাপন্ন হই আমরা, আদালত যার দখল তার মাটি মর্মে রায় দেয় আমার চাচা কবির হোসেন এর পক্ষে।
১ নভেম্বর কবির হোসেন ও তার ছেলে নূরনবী দোকান মেরামতের কাজ করতে গেলে রহমান হাজির ছেলেরাসহ সানি, মুরশালিন, রাইহান, শিমুল বদিউজ্জামান সহ হামলা চালায় এবং করিব হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে ভর্তি করা হলে আজ শনিবার সকাল সাড়ে ৮ টায় তিনি মারা যান। ।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, এখনও মামলা হয় নি, হবে প্রক্রিয়া চলছে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
বাখ//আর