দিনাজপুরে উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টারভেস্টে প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ-এর অর্থায়নে কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) শীর্ষক প্রকল্পের উদ্যোগে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইন্সটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল।
আজ রোববার (০৩ নভেম্বর-২০২৪) দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরুল আমীন এর সভাপতিত্বে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন দিনাজপুর পলিকেটনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ আবু হামাদ মো. জাকারিয়া শাহীদ, দিনাজপুর কৃষি গবেষণা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ নাজমুল হুদা, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারী) এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মেহেদী হাসান, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারী) এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাকিব হাসানসহ দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের চীফ ইন্সট্রাক্টরবৃন্দ।
১ম পর্বে সেমিনার শেষে, দ্বিতীয় পর্বে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলার উদ্বোধন শেষে পরিদর্শন করেন অতিথি ও শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ।
বাখ//এস