১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ফরিদপুরে ইজিবাইকের লাইসেন্স নবায়ন ফি কমানোর দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
ফরিদপুরে ইজিবাইকের লাইসেন্স নবায়ন ফি কমানোর দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়।
রবিবার (৩ ই নভেম্বর) বেলা ১১ টায় সদর উপজেলা ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের জনতা ব্যাংক মোড় থেকে দাবি আদায়ে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌরচত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, প্রথম দিকে ফরিদপুর পৌরসভায় ইজিবাইক লাইসেন্স ফি ৯ শ ৭৫ টাকা ছিল। বিগত হাসিনা সরকারের আমলে সেই লাইসেন্স ফি ২ হাজার ৯শ ৭৫ টাকা করা হয়। যা ইজিচালক মালিক শ্রমিকদের জন্য পরিশোধ করা খুব কষ্ট দায়ক। তাই পূর্বের ন্যায় লাইসেন্সের নবায়ন ফি নির্ধারণের দাবি জানায় তারা।
পরে ইজিবাইক মালিক-শ্রমিকের পক্ষ থেকে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বাখ//এস