০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ভারতকে ‘সাইবার শত্রু’ আখ্যা দিলো কানাডা, কড়া প্রতিক্রিয়া দিল্লির
কানাডার সাম্প্রতিক একটি প্রতিবেদনে ভারতকে ‘সাইবার শত্রু’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর ফলে দেশ দুটির কূটনৈতিক সম্পর্কে আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কানাডার সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিবেদনটিতে ভারতকে সাইবার আক্রমণকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।
শনিবার (২ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ভারতের বিরুদ্ধে বিশ্বমঞ্চে একের পর এক অপপ্রচার চালাচ্ছে কানাডা।
সম্প্রতি প্রকাশিত কানাডার ‘ন্যাশনাল সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট ২০২৫-২০২৬’ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের নেতৃত্ব একটি আধুনিক সাইবার প্রোগ্রাম গড়ে তোলার প্রয়াসে নিয়োজিত এবং এটি জাতীয় নিরাপত্তা এবং বৈশ্বিক প্রভাব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাখ//আর