মাগুরা শালিখা পাঁচকাহনিয়া গ্রামে সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ এলাকাবাসীর
মাগুরা শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের পাঁচকাহনিয়া দক্ষিণপাড়া গ্রামের মধ্যে পথচারী পথে মাটির রাস্তার পূর্ব পাশে মেহগনি গাছকাটা সরকারি মালিকানায় পড়েছে বলে এলাকাবাসীর লোকজন অভিযোগ দিয়েছে।
গত শুক্রবার ১ নভেম্বর বেপারী আলিফ মীরের ভাই লিয়াকত মীরের কাছে মেহগনি ও কাঠাল গাছ বিক্রি করেছে লাকী খাতুন। মেহগনি ও কাঠাল গাছের মালিক দাবি রওশন জামিল লাকী পিং- শহীদুল ইসলাম খোকন স্বামী- সোহেলুজ্জামান চঞ্চল, গ্রাম- পাচকাহনিয়া, শালিখা, শতখালী। শতখালি ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক রেজাউল ইসলাম খবর শুনে এসে গাছগুলো কাটা ও নেওয়া বন্ধ করে দেয়।
সরজমিনে শনিবার ২ নভেম্বর বিকাল ৫ টার সময় কুতুবউদ্দিন তালুকদার (৬৫) প্রতিবেশী বলেন, সরকারি জায়গায় পড়েছে মেহগনি ও কাঠাল গাছগুলো লাকি খাতুন মেহগনি বড় গাছ কেটেছে।
লাকী খাতুন বলেন, পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনা ঘটেছে। আমি গাছ বিক্রি করি নাই ঘর মেরামত করার জন্য আমাদের জমি থেকে গাছ কেটেছি। সুষ্ঠু তদন্ত করে আমি এর বিচার চাই।
আসাদুজ্জামান মোল্লা (৬০) পিতা – ওয়াছেল মোল্লা বলেন, দীর্ঘ ৩০ বছর পূর্বে খুলনা খালিশপুর থেকে ১ টাকা ২৫ পয়সা দিয়ে এই মেহগনি, আম, কাঠাল গাছের চারা এনে রোপণ করি নিজ জমিতে। সরকারি জায়গায় গাছ পড়েছে এটা আমার জানা নেই।
বাখ//এস