রাজারহাটে কীটনাশক প্রয়োগে ৮ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ
পুকুরে কীটনাশক প্রয়োগ করে কয়েক লক্ষ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের সুলতান বাহাদুর গ্রামে পার্শ্ববর্তী পশ্চিম দেবত্তর গ্রামের আলতাফ হোসেনের পুকুরে এই কীটনাশক প্রয়োগের ঘটনা উঠে। এঘটনায় শনিবার রাতে রাজারহাট থানায় ২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা গেছে, শুক্রবার সকালে ৯ একর জমির পুরো পুকুর জুড়ে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির অসংখ্য মাছ মৃত দেখতে পান এলাকাবাসী। পরে পুকুরের মালিক বিষয়টি থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ও উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হককে অবগত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শনিবার রাতে কীটনাশক দিয়ে মাছ নিধনের অভিযোগে একই ইউনিয়নের গতিয়াশাম গ্রামের ছাদেকুল হক স্বপন (৪৭) এবং শফিউজ্জামান তপন (৪৪) ২ ভাইয়ের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন আলতাফ হোসেন। অভিযোগপত্রে কীটনাশক প্রয়োগে ৮ লক্ষ টাকার মাছ নিধনের কথা উল্লেখ করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা এঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
তবে ছাদেকুল হক স্বপন অভিযোগ অস্বীকার করে বলেন, আলতাফ অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ড ও রেলের জমি দখল করে পুকুর তৈরি করার বিষয়ে এলাকাবাসী আলতাফের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছিল, ওই অভিযোগে আমার সম্পৃক্তা আছে সন্দেহ করে তারা আমার বিরুদ্ধে মিথ্যে মামলা সাজাচ্ছে।
রবিবার বিকেলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বাখ//এস