শাহজাদপুরে খাবারের সাথে চেতনানাশক দ্রব্য খাইয়ে ৫ টি বাড়িতে চুরি
শাহজাদপুরের পল্লী অঞ্চল গাড়াদহ পালপাড়ায় খাবারের সাথে ও টিউবওয়েল এর পানির সাথে চেতনানাশক দ্রব্য খাইয়ে একই পরিবারের ৫ ভাইয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এলাকায় চাঞ্চল্য। আহতেদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার গাড়াদহ ইউনিয়নের পালপাড়ায় অসীম পাল (৩৫), আশীক পাল (৩০) সুপাংক পাল (৩৮), রাম প্রসাদ পাল (৩৪) ও দিবাস পালের (৩২) খাবারের সাথে দৃবৃত্তরা চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়। সন্ধ্যার পর পরই পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে।
এ সময় ভোরে তার নিকটতম প্রতিবেশীরা তার বাড়ির তার বাড়ির কিছু জিনিষ বাইরে ফেলে রেখে দেখে চিৎকার শুরু করে । এ সময় তারা দেখে সবাই ঘুমিয়ে রয়েছে। সকলের বাড়ি থেকে সোনা, গহনা, থালা বাসন, নগদ টাকা সহ বিভিন্ন জিনিস নিয়ে যায়। বাড়ির পাশ্ববর্তী শুকুমার পাল জানায়, তাদের খাবারের মধ্যে ও টিউবওয়েলের পানির সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয় এরপর তারা রাতেই সবাই ঘুমিয়ে পড়লে দৃবৃত্তরা তাদের সব কিছু চুরি করে নিয়ে যায়।
অসুস্থ আশীক পাল জানায়, আমাদের বাড়ির সবাই সন্ধ্যায় পানি ও খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এরপর আমাদের বাড়ির সব কিছু চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ
দিকে এ ঘটনায় এলাকার আতংক ছড়িয়ে পড়ে শত মানুষ তার বাড়িতে ভীড় করতে দেখা গেছে। রবিবার সকালে থানার ওসি অপারেশন আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, খাবার অথবা টিউবওয়েলের পানির সাথে চেতনানাশক খাইয়ে তাদের বাড়িতে চুরি করে নিয়ে যায়। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বাখ//এস