অপহরণের ৪ দিন পর মাদ্রাসা ছাত্র রমজান আলীকে (১৩) উদ্ধার করেছে র্যাব। শনিবার (২ নভেম্বর) রাতে পাবনার ভাঙ্গুড়া পৌর শহরের বড়ালব্রিজ রেলস্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শিশু রমজান পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ুইকোল গ্রামের আকমল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। এর আগে গত বুধবার দুপুরে চাটমোহর রেলবাজার এলাকা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। আজ রবিবার (৩ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন
র্যাব-১২।
র্যাব জানায়, গত বুধবার দুপুরে আটঘরিয়ায় নানার বাড়ি যাওয়ার পথে চাটমোহর রেলবাজার এলাকা থেকে নিখোঁজ হয় শিশু রমজান। তাকে কোথাও না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে রমজানকে অপহরণের বিষয়টি জানানো হয়।
এ সময় অপহরণকারীরা ৬০ হাজার টাকা মুক্তিপন দাবি করেন। এরপর অন্য আরেকটি নম্বর থেকে ১৫ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।পরদিন শিশুটির মা ময়না খাতুন বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষযে র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, অপহৃত শিশুটিকে উদ্ধারে পাবনা ও বগুড়ার র্যাবের একটি আভিযানিক দল কাজ করছিলো। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়ালব্রিজ রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে রমজানকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে।
বাখ//এস
সম্পাদক ও প্রকাশক
মানিক কুমার সরকার
banglakhaborbd.com