পাঁচবিবিতে ডিকেআইবির নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
জয়পুরহাটের পাঁচবিবিতে ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) পাঁচবিবি উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর সোমবার দুপুর ৩ টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) এর নির্বাচিত উপজেলা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রিজাইডিং অফিসার ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ সুফিয়া বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপ সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল আলম বারী, সুব্রত সিং, বিকেআইবির নব নির্বাচিত সভাপতি শাহ্ আলমগীর, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ প্রমুখ।
উল্লেখ্য যে গত ২৬ অক্টোবর ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিশন বাংলাদেশ ( ডিকেআইবি) উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১১ টি পদে গোপন ব্যালটের মাধ্যমে তাদের নির্বাচিত করেন সাধারণ সদস্যরা।
বাখ//এস