পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে কসবায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যারা রাতের আধারে পাহাড় কাটেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দেন। তিনি মাদক চোরাচালান রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান।
আজ সোমবার (০৪ নভেম্বর) সকালে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দপ্তর প্রধানগণের সাথে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ার, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল হক কবির ও উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ।
বক্তব্য রাখেন, উপজেলা জামাতের আমীর মো. ফরিদ উদ্দিন, কসবা পৌর বিএনপি’র আহ্বায়ক মো. শরিফুল ইসলাম ভূইয়াসহ এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধাণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ টি পরিবারের নিকট উপজেলা প্রশাসনের পক্ষ হতে আর্থিক সহায়তা এবং অপর একজনকে ১ টি সেলাই মেশিন প্রদান করা হয়।
বাখ//এস