০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর বিভাগীয় ২য় কারাত প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

মো: খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি

রংপুর ইনডার জিমনসিয়াম বাংলাদশ কারাত ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রংপুর বিভাগীয় জেলা ক্রীড় সংস্থার সহযাগিতায় ২রা নভেম্বর শনিবার “২য় রংপুর বিভাগীয় কারাত প্রতিযাগিতা-২৪” অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিযাগিতায় দিনাজপুর জেলা কারাত প্রশিক্ষক ও বাংলাদশ কারাত ফেডারেশনের রেফারি এবং জাজ এ কে এম মাসুদুল ইসলাম এর নেতৃত্বে দিনাজপুর জেলা দল অংশগ্রহণ কর ২টি স্বর্ণ, ২ টি রৌপ্য, ৭টি ব্রোঞ্জ পদক অর্জন কর।

স্বর্ণপদক অর্জন করেছেন মোহাম্মদ আইয়ান আলিফ, স্বর্ণ ও ব্রাঞ্জ পদক অর্জন করেছেন মাহাবুবা আক্তার নহা। রৌপ্য পদক অর্জন করেছেন, শফিউল ইসলাম স্বছ ও মোসাম্মৎ রাইসা রুফ। ব্রোঞ্জ পদক অর্জন করেছেন সুমাইয়া ইসরাত সিম্মি, মিত্তিকা রহমান, মুগ্ধ দাস, আপন ইসলাম জিহাদ, মাবাস্সির নাইমন ও লামিছা আক্তার পূর্ণতা।

উক্ত প্রতিযাগিতায়, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও জয়পুরহাট জলার প্রায় ১৫০ জন প্রতিযাগী অংশগ্রহণ করন।
দিনাজপুর জেলার এমন অভাবনীয় সাফল্যে সবার নিকট দোয়া কামনা করেছেন কারা কারা ফেডারেশনের রেফারি ও জাজ এ কে এম মাসুদুল ইসলাম।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১০:১৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
৮১ জন দেখেছেন

রংপুর বিভাগীয় ২য় কারাত প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

আপডেট : ১০:১৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

রংপুর ইনডার জিমনসিয়াম বাংলাদশ কারাত ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রংপুর বিভাগীয় জেলা ক্রীড় সংস্থার সহযাগিতায় ২রা নভেম্বর শনিবার “২য় রংপুর বিভাগীয় কারাত প্রতিযাগিতা-২৪” অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিযাগিতায় দিনাজপুর জেলা কারাত প্রশিক্ষক ও বাংলাদশ কারাত ফেডারেশনের রেফারি এবং জাজ এ কে এম মাসুদুল ইসলাম এর নেতৃত্বে দিনাজপুর জেলা দল অংশগ্রহণ কর ২টি স্বর্ণ, ২ টি রৌপ্য, ৭টি ব্রোঞ্জ পদক অর্জন কর।

স্বর্ণপদক অর্জন করেছেন মোহাম্মদ আইয়ান আলিফ, স্বর্ণ ও ব্রাঞ্জ পদক অর্জন করেছেন মাহাবুবা আক্তার নহা। রৌপ্য পদক অর্জন করেছেন, শফিউল ইসলাম স্বছ ও মোসাম্মৎ রাইসা রুফ। ব্রোঞ্জ পদক অর্জন করেছেন সুমাইয়া ইসরাত সিম্মি, মিত্তিকা রহমান, মুগ্ধ দাস, আপন ইসলাম জিহাদ, মাবাস্সির নাইমন ও লামিছা আক্তার পূর্ণতা।

উক্ত প্রতিযাগিতায়, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও জয়পুরহাট জলার প্রায় ১৫০ জন প্রতিযাগী অংশগ্রহণ করন।
দিনাজপুর জেলার এমন অভাবনীয় সাফল্যে সবার নিকট দোয়া কামনা করেছেন কারা কারা ফেডারেশনের রেফারি ও জাজ এ কে এম মাসুদুল ইসলাম।

বাখ//এস