০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান
চট্টগ্রামের হাটহাজারীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল উপজেলা সরকারহাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লুৎফুন নাহার শারমীন।
এসময় এসিল্যান্ড লুৎফুন নাহার শারমীন জানান, মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১টি মামলায় ৬হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দোকানে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী থানা পুলিশ এর সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
বাখ//আর