০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল : এবিএম মোশাররফ হোসেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের আমলে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন। কিন্তু ২০১৪ ও ২০২৪ সালে শেখ হাসিনার আমলে রাতে ভোট হয়েছে।

আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারেক রহমান বলেছেন আমাকে ভোট দেওয়া দরকার নাই, আমি চাই বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে এবং যে আন্দোলন শুরু হয়েছে আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন বাংলাদেশ হবে। মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর ধানখালী ডিগ্রি কলেজ মাঠে ধানখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পরিবার রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫৮ হাজার কোটি টাকা চুরি করছে। ব্যাংকগুলো আজ ফতুর হয়েছে। আওয়ামী লীগের আমলে নেতারা বাংলাদেশ থেকে ১ লক্ষ কোটি টাকা পাচার করেছে। আওয়ামী লীগ নেতার কানাডায় বেগম পাড়া বানিয়েছে।

আওয়ামী লীগের সাবেক ভূমি মন্ত্রীর লন্ডনে ২৫৫ টা বাড়ি পাওয়া গেছে। এস আলম গ্রুপ দেশ থেকে ১ লক্ষ কোটি টাকা পাচার করেছে। অন্যায়ের কারণে ৫০০ বছরের ইতিহাসে বাংলাদেশ থেকে কোন নেত্রী পালিয়ে গেছে। কিন্তু আমাদের নেত্রীকে অন্যায় ভাবে দীর্ঘদিন কারাগারে রাখার পরও পালিয়ে যায়নি। তাই সবাইকে দেশ থেকে পালিয়ে যাওয়া নেত্রীকে বাদ দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দলের পতাকা তলে সমবেত হয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু সহ বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা। সভায় ধানখালী ও চম্পাপুরেরর হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কলেজ মাঠ জন সমুদ্রে পরিনত হয়।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৯:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
১৫২ জন দেখেছেন

আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল : এবিএম মোশাররফ হোসেন

আপডেট : ০৯:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের আমলে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন। কিন্তু ২০১৪ ও ২০২৪ সালে শেখ হাসিনার আমলে রাতে ভোট হয়েছে।

আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারেক রহমান বলেছেন আমাকে ভোট দেওয়া দরকার নাই, আমি চাই বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে এবং যে আন্দোলন শুরু হয়েছে আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন বাংলাদেশ হবে। মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর ধানখালী ডিগ্রি কলেজ মাঠে ধানখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পরিবার রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫৮ হাজার কোটি টাকা চুরি করছে। ব্যাংকগুলো আজ ফতুর হয়েছে। আওয়ামী লীগের আমলে নেতারা বাংলাদেশ থেকে ১ লক্ষ কোটি টাকা পাচার করেছে। আওয়ামী লীগ নেতার কানাডায় বেগম পাড়া বানিয়েছে।

আওয়ামী লীগের সাবেক ভূমি মন্ত্রীর লন্ডনে ২৫৫ টা বাড়ি পাওয়া গেছে। এস আলম গ্রুপ দেশ থেকে ১ লক্ষ কোটি টাকা পাচার করেছে। অন্যায়ের কারণে ৫০০ বছরের ইতিহাসে বাংলাদেশ থেকে কোন নেত্রী পালিয়ে গেছে। কিন্তু আমাদের নেত্রীকে অন্যায় ভাবে দীর্ঘদিন কারাগারে রাখার পরও পালিয়ে যায়নি। তাই সবাইকে দেশ থেকে পালিয়ে যাওয়া নেত্রীকে বাদ দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দলের পতাকা তলে সমবেত হয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু সহ বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা। সভায় ধানখালী ও চম্পাপুরেরর হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কলেজ মাঠ জন সমুদ্রে পরিনত হয়।

বাখ//আর